এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলী নগর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ১৪ আগস্ট রোববার গভীর রাত সোয়া একটায় ১২জন নারী পূরুষকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শালিকা গ্রামের রাজাপুর ব্রীজের নীচ থেকে রোহিঙ্গা সন্দেহে ১২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা বাংলাদেশী নাগরিক। তারা অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে।
আকটকৃতরা হলো মোরেলগঞ্জ থানার পূর্ব সরালিয়া গ্রামের মৃত বাবুল শেখের পুত্র মো: রুবেল মিয়া(২৪), মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদার পুত্র চাঁন মিয়া (৫৭), বিশারীঘাটা গ্রামের মৃত মন্তাজ উদ্দিন খানের পুত্র মোঃ আলী আকবর (৬০), বাদুরতলা গ্রামের আব্বাস আলীর স্ত্রী নাছিমা বেগম (৩২)।
বাগেরহাট জেলার শরণখোলা থানার রায়ান্দাবাজার গ্রামের খায়রুল কাজীর স্ত্রী ফারজানা আক্তার (১৮), পূর্ব খোন্তাকাটা গ্রামের হাবিব খানের স্ত্রী পুতুল বেগম(৪০), রাজাপুর গ্রামের রাজু শেখের স্ত্রী লাভনী আক্তার (২২)।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ভিটাবাড়ীয়া গ্রামের বারেক ফরাজির পুত্র সুহেল ফরাজি (৩০), পিরোজপুর সদর থানার উত্তর শিকারপুর পালপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম আকন্দের পুত্র মোঃ মেহেদী হাসান শাকিব (২২), ও আব্দুল আজিজ শেখের মেয়ে নাছিমা বেগম (৩৬)।
কুলাউড়া থানার ধলিয়া গ্রামের রাশিদ আলীর পুত্র তাজুল ইসলাম (২৭), ও সালিকা গ্রামের আশব আলীর পুত্র শামীম আহমদ (২০)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
Leave a Reply