এইবেলা কুলাউড়া :: সারা দেশের ন্যায় ন্যায্য মজুরীর দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ার ৬টি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি, ভুখা মিছিল ও উপজেলা পরিষদ প্রাঙণে অবস্থান কর্মসূচি পালন করেছে চা বাগানের সহস্রাধিক শ্রমিকরা।
বুধবার (১৭ আগস্ট) দুপুর বেলা ৩ টার দিকে কুলাউড়া কালিটি, রাঙ্গিছড়া, ও মুড়ইছড়াসহ টি চা বাগানের প্রায় সহস্রাধিক শ্রমিকরা প্রায় ভুখা মিছিল নিয়ে ৭ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা পরিষদ প্রাঙণে যান। সেখানে শ্রমিকরা প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে ৩০০ টাকা মজুরী দ্রত বাস্তবায়নের দাবি জানান।
সেখানে থাকা চা শ্রমিকরা তাঁদের বক্তব্যে জানান, প্রতি বছর নতুন মজুরী বাস্তাবয়নের কথা থাকলেও ১৯ মাসেও নতুন মজুরী নির্ধারণ হয়নি চা শ্রমিকদের। সরকার ও বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে এতদিন পার করেছেন। আমরা আন্দোলনে নেমেছি আমাদের ন্যায্য মজুরী ৩০০ টাকা বাস্তবায়নের। গত কয়েকদিনে শুধু আলোচনাই হয়েছে। আমাদের মজুরী বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরী চাই, আশ্রাস নয়। নাহলে এভাবে রাস্তায় বসে আমাদের দাবি আদায়ের আন্দোলন আরো কঠোরভাবে চালিয়ে যাবো।
চা শ্রমিক নেতা ও কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক স্বপন নাইডু বলেন, অবহেলিত এই চা শ্রমিকদের কষ্ট দুর্দশা কেউ বুঝতে পারবেন না, যদি স্বচোক্ষে না দেখেন। চা শ্রমিকরা এখনো ভূমির অধিকার পায়নি। ১২০ টাকা মজুরী আর সপ্তাহের কিছু রেশন পেয়ে কাজ করতে হয়। অনেক শ্রমিক সকালে পানি খেয়ে কাজে বের হোন। ঘরে খাবার থাকেনা।
এ সময় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যন একেএম সফি আহমদ সলমান শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে সরকার ও বাগান কর্তৃপক্ষের ঊর্ধ্বতনদের দাবি জানিয়েছি। সরকার বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের ন্যায্য মজুরীর দাবি বাস্তাবায়নে আলোচনা করছে। আপনারা ধর্য্য ধরুন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply