কুলাউড়ায় চা শ্রমিকদের ভূখা মিছিল কুলাউড়ায় চা শ্রমিকদের ভূখা মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: কুলাউড়ায় মহানগর আমীর কমলগঞ্জে চা-শ্রমিক সংঘের ১ম জেলা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে গরুর ল‍্যাম্পিস্কিন ও খুরা রোগের প্রাদুভাব আমার বিদ্যালয়, আমার স্বপ্ন আমার অহংকার কুলাউড়ায় সরকারি জলমহাল জবরদখল করে মাছ লুটের অভিযোগ বড়লেখায় নিসচা’র উপদেষ্ঠা ও দায়িত্বশীলদের সংবর্ধনা ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‍্যালী উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে.. কমলগঞ্জে জেলা প্রশাসক কুলাউড়ায় শতবর্ষী মসজিদ সম্প্রসারণে বাঁধা জমি দখল ও টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার ভাটেরা স্টেশন এলাকায় রেললাইন থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার

কুলাউড়ায় চা শ্রমিকদের ভূখা মিছিল

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২

এইবেলা কুলাউড়া :: সারা দেশের ন্যায় ন্যায্য মজুরীর দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ার ৬টি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি, ভুখা মিছিল ও উপজেলা পরিষদ প্রাঙণে অবস্থান কর্মসূচি পালন করেছে চা বাগানের সহস্রাধিক শ্রমিকরা।

বুধবার (১৭ আগস্ট) দুপুর বেলা ৩ টার দিকে কুলাউড়া কালিটি, রাঙ্গিছড়া, ও মুড়ইছড়াসহ টি চা বাগানের প্রায় সহস্রাধিক শ্রমিকরা প্রায় ভুখা মিছিল নিয়ে ৭ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা পরিষদ প্রাঙণে যান। সেখানে শ্রমিকরা প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে ৩০০ টাকা মজুরী দ্রত বাস্তবায়নের দাবি জানান।

সেখানে থাকা চা শ্রমিকরা তাঁদের বক্তব্যে জানান, প্রতি বছর নতুন মজুরী বাস্তাবয়নের কথা থাকলেও ১৯ মাসেও  নতুন মজুরী নির্ধারণ হয়নি চা শ্রমিকদের। সরকার ও বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে এতদিন পার করেছেন। আমরা আন্দোলনে নেমেছি আমাদের ন্যায্য মজুরী ৩০০ টাকা বাস্তবায়নের। গত কয়েকদিনে শুধু আলোচনাই হয়েছে। আমাদের মজুরী বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরী চাই, আশ্রাস নয়। নাহলে এভাবে রাস্তায় বসে আমাদের দাবি আদায়ের আন্দোলন আরো কঠোরভাবে চালিয়ে যাবো।

চা শ্রমিক নেতা ও কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক স্বপন নাইডু বলেন, অবহেলিত এই চা শ্রমিকদের কষ্ট দুর্দশা কেউ বুঝতে পারবেন না, যদি স্বচোক্ষে না দেখেন। চা শ্রমিকরা এখনো ভূমির অধিকার পায়নি। ১২০ টাকা মজুরী আর সপ্তাহের কিছু রেশন পেয়ে কাজ করতে হয়। অনেক শ্রমিক সকালে পানি খেয়ে কাজে বের হোন। ঘরে খাবার থাকেনা।

এ সময় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যন একেএম সফি আহমদ সলমান শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে সরকার ও বাগান কর্তৃপক্ষের ঊর্ধ্বতনদের দাবি জানিয়েছি। সরকার বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের ন্যায্য মজুরীর দাবি বাস্তাবায়নে আলোচনা করছে। আপনারা ধর্য্য ধরুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews