এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের অন্যান্য উপজেলার সাথে কুলাউড়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন। ঘোষণা করার পর আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে।
ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১ম ধাপে ৯৬ জন, ২য় ধাপে ১১০ জন, ৩য় ধাপে ১০০ জনসহ মোট ৩২৩ পরিবারকে পুর্নবাসন করে সরকারি ভূমিসহ গৃহ বরাদ্ধ দেওয়া হয়েছে। ৪র্থ ধাপে আরও ৯৬ পরিবারকে পুর্নবাসন করে জুলাই মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা দেবেন।
সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান ও জাফর আহমদ গিলমান।#
Leave a Reply