এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধক মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয় ১৭ জুলাই সোমবার। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় পৌরসভার সচিব শরদিন্দু ভট্রাচার্য্য, কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, লোকমান হোসেন, হারুনুর রশীদ, আতাউর রহমান চৌধুরী সোহেল, সাইফুর রশীদ সুমন, সুলতানা আক্তার মনি, সুলতানা বেগম, লাইলী বেগমসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, দেশব্যাপী ডেঙ্গু এখন এক আতঙ্কের নাম। ডেঙ্গু যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। সপ্তাহব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে মশার আবাস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।##
Leave a Reply