এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের দক্ষিণবাজারে ব্যাটারিচালিত অটোরিক্সা (টমটম) ধাক্কায় শুক্রবার (২১ জুলাই) রাত ১২টায় মহসিন আহমদ (৩৮) নামক এক যুবকের মৃত্যু।নিহত মহসিন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গাজীপুর এলাকার পোস্ট মাষ্টার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টায় শহরের দক্ষিণ বাজারে দ্রুতগামী একটি ব্যাটারীচালিত অটোরিক্সা (টমটম) মহসিন আহমদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। দ্রুত তাকে মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মুত ঘোষণা করেন। নিহত মহসিন শহরস্থ উছলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেব নাথ জানান, লাশের ময়নাতদন্ত মৌলভীবাজার মর্গে করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয় নাই। ঘাতক অটোরিকশা ও চালক চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply