কুলাউড়া মেম্বারের হিংসার আগুণে পুড়লো বিধবার দোকানসহ ৯০ মোরগ কুলাউড়া মেম্বারের হিংসার আগুণে পুড়লো বিধবার দোকানসহ ৯০ মোরগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা আত্রাইয়ে ব্রিজের নির্মাণ কাজে ধীরগতি : দুর্ভোগে এলাকাবাসী শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মত বিনিময় সভা ৪শ’ বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শণ আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ-মঠ সিলেট তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন জেলা প্রশাসকের সাথে কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময় কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আটক কুড়িগ্রামে ঘর-বাড়ি ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর    সিলেটে বিএনপির বিশাল শোডাউন

কুলাউড়া মেম্বারের হিংসার আগুণে পুড়লো বিধবার দোকানসহ ৯০ মোরগ

  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের এক মেম্বারের হিংসার আগুনে পুড়ে ছাঁই হয়েছে বিধবার দোকানঘরসহ ৯০ টি মোরগ। মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেম্বারকে প্রধান আসামী করে মামলা দিয়েছেন। বিষয়টি তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। এদিকে সর্বস্ব হারিয়ে বিধাব এখন বিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছেন।

এামলায় দায়েরকৃত অভিযোগ ধেকে জানা যায়, ভুকশিমইল ইউনিয়নের মনসুরগঞ্জ বাজারে একটি টং দোকানে পোল্ট্রি ব্যবসা করতেন গৌরীশংকর গ্রামের স্বামীহারা সামছুন নাহার। এই দোকান থেকে বাকি মোরগ নিতেন ভুকশিমইল ইউনিয়নের মেম্বার ফজলুর রহমান ফজলু। মোরগ নিতে নিতে ২০ হাজার টাকা দোকান বাকি জমায় দোকানি সামছুন নাহার টাকা পরিশোধ করার জন্য মেম্বার ফজলুকে তাগাদা দেন। আর এতেই ঘটে বিপত্তি। মেম্বার ক্ষিপ্ত হয়ে উঠে। টাকা পরিশোধ না করে উল্টো সামছুন নাহারকে দেখে নেয়ার হীন পরিকল্পনা করেন। গত ১ আগস্ট ভোর রাত ২টার দিকে তার সহযোগিদের নিয়ে দোকানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে মেম্বার ও তার সহযোগিরা এঘটনায় মামলা দিলে প্রাণনাশের হুমকি দেয় জনসম্মুখে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে দোকান, মোরগ ও অন্যান্য মালামাল পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।

এঘটনায় সামছুন নাহার বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেম্বারকে প্রধান করে আরও ৩ আসামীর নামে মামলা (নং ৪৩৬) দায়ের করেন।

অভিযোগ প্রসঙ্গে মেম্বার ফজলুর রহমান ফজলুর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, এ ঘটনায় ৪-৫টি মোরগ মারা গেছে বলে মহিলা অভিযোগ করেছেন বলে তিনি শুনেছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews