এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার সকল কার্যক্রম স্থগিত করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের জিএম শাখার সহকারী কমিশনার মোছা. মলি আক্তার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলা বন্ধ করার আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।
এদিকে মা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক আবিদ হাসান লিটন এ মেলার আয়োজন করেন। তিনি বলেন, প্রশাসন মেলা স্থগিতের জন্য একটি পত্র দিয়েছেন। পরবর্তীতে নির্দেশনা আসলে আমরা মেলার কার্যক্রম শুরু করবো।
প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় মেলা নিয়ে সংঘাতের শঙ্কা থাকায় এবং এইচএসসি পরীক্ষা ও শোকাবহ আগস্ট মাসের কারণে মেলার সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে ১৭ আগস্ট থেকে রবির বাজার সংলগ্ন জাকারিয়া আহমদ খালেদের বাগান বাড়ির মাঠে মাসব্যাপী হস্ত কুটিরশিল্প এবং নারী ও পুরুষ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলার অনুমতি দেয় প্রশাসন।
পরে রবির বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন বিক্ষোভসহ জেলা প্রশাসক বরাবর মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ নিয়ে স্থানীয়দের এক পক্ষ মেলার পক্ষে অবস্থান নিলে আরেক পক্ষ বিপক্ষে অবস্থান নেয়। ফলে এলাকার মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়। সম্প্রতি প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে মেলার আয়োজক মা ইভেন্ট ম্যানেজমেন্টে।
সরেজমিনে দেখা যায়, মেলার বিভিন্ন স্টলের কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তারা মেলার মাঠে স্টলসমূহের বাঁশের খুঁটি ও শিশুদের খেলনার দোলনা স্থাপনের কাজ করছেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও অমান্য করে মেলার কাজ চালিয়ে যাওয়ায় তারা হতবাক।
রবিরবাজারের ব্যবসায়ী কায়সুল জানান, প্রশাসন যেখানে নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে কাজ চালিয়ে যাওয়া নিষেধাজ্ঞা অমান্য করার সামিল। ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমরা এখানে মেলা করতে দেব না। আরেক ব্যবসায়ী জানান, এখানে মেলা হলে আমাদের ব্যাপক ক্ষতি হবে। মেলা হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।
নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, আমার জানামতে ফের মেলা চালানোর কোন আদেশ দেয়া হয়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply