এইবেলা, কুলাউড়া :: র্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে ১২ ডিসেম্বর মঙ্গলবার কুলাউড়া থানায় সোপর্দ করে।
আটককৃতরা হলো কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের সিরাজ মিয়া ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের বাসিন্দা আনোয়ার মিয়া (২৮)
জানা যায়, ০৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী কুলাউড়া ইউসিবি ব্যাংকে থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে নাক ও মুখে নিক্ষেপ করে। এতে জহুরা পারভীন চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্নের চেইন (যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। এঘটনায় কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের মূলহোতা সালাউদ্দিনসহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#
Leave a Reply