এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় এনজিও সংস্থা প্রচেষ্টার আয়োজনে ও নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশনের সহযোগিতায় ইমপাওয়ারিং পানরসনস উইথ ডিজএ্যাবিলিটিজ থ্রোমিউচুয়াল লার্নিং প্রকণ্পের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ প্রচেষ্টার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণে অংশনেন ব্রাহ্মণবাজার, কর্মধা ও কুলাউড়া সদর ইউনিয়নের প্রশিক্ষণার্থীরা।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও প্রশিক্ষণ রিসোর্স পারসন প্রাণেশ চন্দ্র বর্মা। প্রচেষ্টার নির্বাহী পরিচালক নওয়াব আলী নকী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।
উপস্থিত ছিলেন এনজিও সংস্থা ভিএসডিও এর নির্বাহী পরিচালক এম এ এইচ শাহীন, কর্মধা ইউপির ওয়ার্ডের সদস্য দিদারুল আলম, কর্মধা ইউপির সাবেক নারী সদস্য লায়লা বেগম, কুলাউড়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান হাসিনা আক্তার ডলি নারী সদস্য নাজমিন আক্তার সেবী, প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রাণী দেব, এডমিন কর্মকর্তা নূরুল আমীন, স্মাইল প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সুজিত বাড়ই, এসিবিডিও পারভেজ আলম, ইপিডিএমএল প্রকল্পের ফিল্ড অফিসার রাম নারায়ন রবি দাস, সালভেশন সুহিয়াং প্রমূখ।
Leave a Reply