এইবেলা কুলাউড়া :: দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু । সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ ঘোষণা দেন।
তিনি বলেন, “১৪৪৫ হিজরি সনের রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১২ মার্চ ) থেকে রোজা শুরু হবে। ৬ এপ্রিল শনিবর হবে লায়লাতুল কদর।”
মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়।
মঙ্গলবার রোজা শুরু হবে বলে সোমবার রাতে তারাবির নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খাবেন মুসলমানরা। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙবেন। এভাবে এক মাস সংযম পালনের পালন করা হবে ঈদুল ফিতর।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে সোমবার থেকেই রমজান মাস শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন আগে রোজা ও ঈদ হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply