এইবেলা, কুলাউড়া ::: কুলাউড়ায় বন্যা কবলিত এলাকায় শিশু খাবার পানি বিশুদ্ধকরণ টেবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেছে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক। ১০ জুলাই বন্যা কবলিত এলাকা পরিদর্শন , পুষ্টিকর শিশু খাবার, খাবার স্যলাইন, পানি বিশুদ্ধ করন টেবলেট বিতরণ স্যানিটেশন ও হাইজিন সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের জিওবি ইউনিসেফ টিএ প্রকপ্লের প্রজেক্ট ম্যানেজারের নেতৃত্বে একটি ওয়াস প্রতিনিধিদল কুলাউড়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন । প্রতিনিধি দল কুলাউড়ার কাদিপুর, ছকাপন, ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে শশারকান্দি, বড়দল ও চিলাকান্দিতে পানি বন্দী মানুষের সাথে কথা বলেন। এ সময় তাদের নিরাপদ পানির স্থাপনা, স্যানিটেশন ব্যবস্থা নীবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এলাকার মানুষের ব্যবহার ও খাবার পানি ব্যবস্থাপনা, নিরাপদ পানি সংগ্রহ, সংরক্ষণ ও পরিবেষণ ব্যবস্থা, পানি বিশুদ্ধ করনের সঠিক ও সহয নিয়মাবলী উপস্থাপন করেন ।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের জিওবি-ইউনিসেফ টিএ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সাইয়েদ এ এইচ সানী বলেন বন্যার কারণে শিশুদের পানিতে ডুবে যাওয়া আশংকা বেশী থাকে, বিভিন্ন চর্ম রোগ,ডায়রিয়া, অপুষ্টি, পানিবাহিত রোগ এবং শিশু ও নারীরা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। আমাদের এসব শিশু ও তাদের পরিবারকে রক্ষা করতে হবে। তিনি বন্যা কবলিত পরিবারের মধ্যে নারী প্রধান পরিবার , বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও শিশু সদস্য পরিবারের প্রতি বিশেষ মনোযোগ রাখার পরামর্শ প্রদান করেন । এ সময় প্রকল্প এলাকার এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লা, প্রজেক্ট ইঞ্জিয়ার নাহিদ রায়হান, ডকুমেন্টেশন –মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান ইউনিয়ন সুপারভাইজার মোঃআমিনুর রহমান, আনোয়ার হোসেন,রাজিব দেবনাথ ও ওয়াস মটিভেটর স্মৃতি রানী দাস উপস্থিত ছিলেন ।#
Leave a Reply