এইবেলা, কুলাউড়া :: মনু নদীর ভাঙনে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, টিলাগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ প্লাবিত।টিলাগাঁও ইউনিয়নের পশ্চিম হাজীপুর, মিয়ারপাড়া, চকশালন এলাকায় মনু নদীর ভাঙ্গন সৃষ্টি হয়। এছাড়া পৃথিমপাশা ইউনিয়নের মনু নদীর বেলরতল থেকে শাখা নদীর পানি প্রবাহিত হয়ে ডেমা বিলের পাশ্ববর্তী শিকড়িয়া এলাকায় ভাঙ্গন হয়। এতে মনু নদীর পানি উপচে এবং শুকনাছড়া, উগারছড়া, মুরইগাং ও ডেমা বিলের পানিতে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া, গণকিয়া, আলীনগর,ধামুলী, আমুলী, ধলিয়া, বাখরনগর, গজভাগ, শালিকা, লুটাবিল, করইগ্রাম, কলিরকোনা গ্রাম প্লাবিত হয়।
ওই এলাকার লোকজনসহ কৃষি ক্ষেত, পুকুর ও মৎস্য খামার ছাড়াও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বেলরতল, রাজাপুর, ছৈদলবাজারের ঝুঁকিপূর্ণ মনু বাঁধ পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এবং ছাত্র-জনতা ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে তাৎক্ষণিক মেরামত করা হয়। এতে এই এলাকার অনেক গ্রাম বন্যার কবল থেকে রক্ষা পায়। পানিতে প্লাবিত পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া আশ্রয় শিবিরসহ বিভিন্ন এলাকায় ছয়শত লোকজনের মধ্যে সরকারি অনুদান ও চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে চাল, শুকনা খাবার বিতরণ করা হয়।
এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী, ইউপি সচিব সজল কুমার দেব, ইউপি সদস্য হাজী মো. আব্দুল মতিন, সেলিম আহমদ চৌধুরী, কবির উদ্দিন, শাহীন আহমদ, তাহির আলী, গোলাম হোসেন, ইউপি পরিষদের হিসাবরক্ষক শৈবাল চন্দ্র দেব প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply