এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের (২৬ আগস্ট) সোমবার র্পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ৩জন আহত হয়েছেন। এব্যাপারে কুলাউড়া থানায় মামলা দায়ের হলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাজিদ মিয়া (৫৯)কে আটক করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে তুলাপুর গ্রামের সুনা মিয়ার ছেলে রাসেল আহমদ (৩০), মুত আব্দুল মজিদের ছেলে গনি মিয়া (৩৬) ও আব্দুল হান্নান (৩৪) মৃত কনা মিয়ার ছেলে চান মিয়া (৫৫), আব্দুল হামিদ দুলা (৫০) ও সুনা মিয়া (৫৮), মেন্দি মিয়া ছেলে রাহী আহমদ (২১) ও রাজু মিয়া (২৫), চান মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২২),ম কনাই মিয়ার ছেলে বাজিদ (৫৯), সুনা মিয়ার মেয়ে লিপি বেগম (৩৪), মেন্দি মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৪২) বাজিদ মিয়ার ছেলে হিরন আহমদ ও আব্দুল হামিদ দুলার স্ত্রী স্বপ্ন বেগম (৪৮) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজাদ আহমদে (৪৩) উপর হামলা চালায়। আজাদ আহমদের চিৎকারে এগিয়ে এলে ছালেক মিয়া (৩৬) ও রাজা মিয়া (৪১) সন্ত্রাসীদের হামলা আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাকালে ভর্তি করেন। আহতদের মধ্যে আজাদ মিয়ার মাথায় পিঠে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এঘটনার আজাদ আহমদের ভাই অলীদ আহমদ বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১৫ তারিখ তারিখ ২৬/০৮/২৪) দায়ের করেন।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#
Leave a Reply