এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান অদুদ বখসের বিরুদ্ধে অর্ধশত রোহিঙ্গাকে জন্মসনদ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল গত ১৭ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসককে বিষয়টি লিখিত আকারে অবহিত করেন।
ইউপি চেয়ারম্যান গত ৫ আগষ্ট থেকে লাপাত্তা হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল। তিনি দায়িত্ব গ্রহণ করার পর জানতে পারেন চেয়ারম্যান ওদুদ বখস বেশ কিছু রোহিঙ্গাকে জন্মসনদ প্রদান করেছেন। জন্মনিবন্ধন রেজিষ্টার খোঁজে তিনি এর প্রমানও পান। গত জানুয়ারি মাসে ২ জন সন্দেহজনক ব্যক্তির নাম রেজিষ্টারভুক্ত করা হয়। তাদের একজন হলো কক্সবাজার জেলার উখিয়া থানার পাতাবাড়ি হোল্ডিং নং ২৫ এর সৌমিক বড়ুয়া, পিতার নাম- সন্তোষ বড়–য়া, মাতার নাম- মনজু বড়–য়া, জন্মনিবন্ধন নং ২০০৮৫৮১৬৫৩৫৫০৪৬৬০৬ জন্ম তারিখ ১৫ এপ্রিল ২০০৮, জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন ও ইস্যুর তারিখ ০৩ জানুয়ারি ২০২৪ এবং অন্যজন হলো টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের হৃীলা বাজারের ফৌজিয়া লাল মোহাম্মদ। যার পিতার নাম লাল মোহাম্মদ ও মাতার নাম হাজেরা খানম। যার জন্মনিবন্ধন নং ১৯৮৮৫৮১৬৫৩৫০৪৭২৯৩ জন্ম তারিখ ১০ জুলাই ১৯৮৮ এবং জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন ও ইস্যুর তারিখ ০৪ মার্চ ২০২৪।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল জানান, জন্মনিবন্ধন রেজিষ্টার খোঁজলে অর্ধশতাধিক রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের অবৈধ রেজিষ্ট্রেশনের প্রমান মিলে। অবৈধভাবে জন্মসনদ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এখন চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে পরে অন্যের উপর দায় চাপিয়ে দেবে।
এব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply