কুলাউড়ায় রক্তদান সংগঠন ভুকশিমইল ইউনিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুলাউড়ায় রক্তদান সংগঠন ভুকশিমইল ইউনিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা : ১৪ টি যানবাহন জব্দ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আটক কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় রক্তদান সংগঠন ভুকশিমইল ইউনিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠাগার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার ভূকশিমইল ইউনিয়ন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি জাকারিয়া আলম মিতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, রক্তদান সংগঠন ভুকশিমইল ইউনিয়ন একদিন উপজেলার স্বনামধন্য একটি সংগঠনে পরিণত হবে। সংগঠনটি দীর্ঘদিন থেকে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ পাঠাগার প্রতিষ্ঠা করায় সংগঠনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, তার পারিবারিক লাইব্রেরি থেকে বই এবং প্রতিবছর আর্থিক অনুদান সহায়তা করবেন এবং সংগঠনটি রেজিষ্ট্রেশন করতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অলিদ আহমেদ রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা সাইফুল খান, সমাজসেবক শামিম খান, এম এস আলি, নজরুল ইসলাম, বর্তমান প্রবাসী ফোরামের সদস্য আব্দুল আহাদ, তসলিম খান, শাহরিয়ার আহমেদ হোসেন, সুবিদ আহমেদ। এছাড়া বক্তব্য দেন শাহাব উদ্দিন, সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি লিমন আহমদ, অর্থ সম্পাদক রাসেল উদ্দিন, সদস্য আব্দুল মুত্তালিব শিবলু, নাবিল আহমদ ও আব্দুল্লাহ আল মারুফ।

অনুষ্ঠান শেষে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথিসহ সংগঠনের সকল সদস্যরা ভূকশিমইল ইউনিয়নের প্রধান কার্যালয়ে পর্দা টেনে পাঠাগারের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ই অক্টোবর স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সম্মিলিতভাবেআলোচনা করে রক্তদান সংগঠন ভুকশিমইল ইউনিয়ন গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদানের পাশাপাশি, বৃক্ষরোপন, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ, বন্যায় সহযোগিতা করা, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, মেধাবৃত্তিসহ প্রতি বছর নানান সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews