কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদকে ঢাকার উত্তরার নিজ বাসভবন থেকে গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভানুগাছ বাজারে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি দুরুদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ হাবিবুর রহমান লোমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হক রাফাত ও সদস্য সচিব সুজেদ আলীর নেতৃত্বে এসময় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ করেন এবং পরে তারা মিষ্টি বিতরন করা হয়েছে।
আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, বিগত ৩২ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন। বিগত নির্বাচনগুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন। এ সময় নেতৃবৃন্দ আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply