এইবেলা, কুলাউড়া :: মৌল়ভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাকারী এক ইউপি চেয়ারম্যান সহ ৩ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কু়লাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার এর নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান আব্দর রব মাহবুব (৫০), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার লোকমান হোসেন (৫৫) এবং ২ নং ওযার্ড আওয়ামী লীগের সেক্রেটারি দেলোয়ার হোসেন লেবু(৪৯)।
পুলিশ জানায়,৪ আগষ্ট কুলাউড়া শহরে দা লাঠিসোটা দিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালান আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষাথী গুরুতর আহত হন। হামলায় প্রকাশে মহড়া দেন জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রব মাহবুবসহ তার সঙ্গীরা।পরে ৫ আগষ্টের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার কুলাউড়া থানায় দুইটি মামলায় ১০৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দুটি মামলার ১৫-১৬ জনকে আটক করা হয়েছে এবং মামলার আসামী হিসেবে রোববার ভোর রাতে মাহবুব চেয়ারম্যানসহ তার ২ সহযোগীকে আটক করে পুলিশ।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।##
Leave a Reply