এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বনগাও-২ গ্রামে ১৬ টি পরিবারের চলাচলের একটি রাস্তা জোরপূর্বক জবরদখলকালে বাঁধা দেয়ায় সোমবার ২৫ নভেম্বর সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন।
লিখিত এজাহার থেকে জানা যায়, উপজেলার বনগাও-২ গ্রামের একটি মালিকানাধীন রাস্তা দিয়ে দীর্ঘ ৪০-৫০ বছর থেকে চলাচল করে আসছেন ১৬ টি পরিবারের শতাধিক নারী-পুরুষ । ১৬ টি পরিবারের স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা উক্ত মালিকানাধীন রাস্তা ব্যবহার করে আসলেও গত বছর খানেক পূর্বে আকুল মিয়ার দোহাই দিয়ে নিরঞ্জন কালোয়ার, ফয়ছল মিয়াগংরা উক্ত রাস্তাটি জবর দখল করে ফেলে। পরে এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করলে তিনি গত ৩ মাস পূর্বে রাস্তাটি তাদের কবল থেকে উদ্ধার করে ১৬ টি পরিবারের চলাচলের সুযোগ করে দেন। কিন্তু সোমবার বিকেল ২ টার দিকে ফয়ছল মিয়া (২৫), অরুন কালোয়ার (৪০), নিরঞ্জন কালোয়ার (৬০), আকুল মিয়া (৬৫)সহ ৬-৭ জন দেশীয় অস্ত্রসহকারে নিরীহ পুরুষ-মহিলাকে আক্রমন করে রাস্তা দখলের চেষ্টা চালায়।
এসময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহতরা হলেন পারভীন বেগম (৫০), মমতা বেগম (৫২), নেহার বেগম (৪৫), হেকিম মিয়া (৫৮), রাজিয়া বেগম (৩৫), ছালেখা বেগম (৪০) ও পারুল বেগম (২৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রেহানা বেগম বাদি হয়ে ৫জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই হাজেরা বেগম জানান, আহতরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply