কুলাউড়ায় খাসিয়াপুঞ্জিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার পায়তারা : লাইন টানতে চা শ্রমিকদের আপত্তি কুলাউড়ায় খাসিয়াপুঞ্জিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার পায়তারা : লাইন টানতে চা শ্রমিকদের আপত্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিএসএফের গুলিতে নিহত শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন কুলাউড়ায় খাসিয়াপুঞ্জিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার পায়তারা : লাইন টানতে চা শ্রমিকদের আপত্তি ৩১ দফা অবহিতকরণে আত্রাইয়ে বিএনপি‘র আলোচনা সভা কুলাউড়ায় ২ লক্ষাধিক টাকার আগর কাঠ আটক বিএসএফের বাংলাদেশি হত্যার প্রতিবাদে বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল বড়লেখা সীমান্তে চা শ্রমিকের লাশ : বিএসএফের বিরুদ্ধে গুলি করে হত্যার অভিযোগ মৌলভীবাজারে মুনসুন ফ্লাস ফ্লাড রেসপন্স লেসন লার্নড ওয়ার্কসপ অনুষ্ঠিত নবীগঞ্জে সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা বড়লেখায় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই- ময়ূন

কুলাউড়ায় খাসিয়াপুঞ্জিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার পায়তারা : লাইন টানতে চা শ্রমিকদের আপত্তি

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ঝিমাই খাসিয়া পানপুঞ্জিতে বিদ্যুৎ সংযোগ প্রদানের পায়তারা করছেন বিদ্যুৎ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা। ঝিমাই চা বাগানের ব্যবস্থাপক মো: মনিরুজ্জামান মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিদ্যুৎ লাইন টানা বন্ধের জন্য একটি আবেদন করেছেন। এ নিয়ে চা শ্রমিক ও খাসিয়াদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।

এ্যানেজারের লিখিত আবেদনসুত্রে জানা যায়, ঝিমাই চা বাগানটি কেদারপুর টি কোম্পানীর অধীনে সরকার থেকে ৬শ ৬১ একর জায়গা লিজ গ্রহন পূর্বক চা উৎপাদন করে আসছে। বর্তমানে চা বাগানটির র্দীঘ মেয়াদী লীজের মেয়াদ সীমা আগামী ২০৫২ সাল পর্যন্ত। বাগানের পাহারাদার হিসাবে বসানো কতিপয় খাসিয়া ঝিমাই চা বাগানের অভ্যন্তরে বসতি স্থাপন করে তাদের সংখ্যা বাড়িয়েছে। বাগানের অভ্যন্তরে খাসিয়ারা বসবাস করলেও তাদের মালিকানাধীন কোন জায়গা নেই। বাগানের অভ্যন্তরে বসবাস করে খাসিয়ারা নানাভাবে চা বাগানের উন্নয়ন কর্মকান্ড এবং বাগান সম্প্রসারণে বাঁধা দিয়ে আসছে। বর্তমান আইনে বনভূমি কিংবা সরকারী জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোন বিধান নেই সেটা জেনেও খাসিয়ারা বিদ্যুৎ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার সাথে আতাত করে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে ঝিমাই চা বাগানের অভ্যন্তর দিয়ে বিদ্যুৎ সংযোগের পাযতারায় লিপ্ত রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে খাসিয়াদের এ অবৈধ তৎপরতার খবর পেয়ে বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন বাগানের চা শ্রমিকরা। চা শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, এমনিতে চা বাগানটির বৃহৎ একটি অংশ খাসিয়ারা জবর দখল করে রেখেছে। উপরুন্তু তাদের দখল পাকাপোক্ত করতে বিদ্যুৎ সংযোগ নিতে চাচ্ছে। আমরা চা শ্রমিকরা তা শক্ত হাতে প্রতিহত করবো।

এব্যাপারে ঝিমাই চা বাগানের ব্যবস্থাপক মো:মনিরুজ্জামান জানান, চা বাগানের জায়গায় অবৈধ জবরদখলকারীদেরকে কোন ধরনের বিদ্যুৎ সংযোগ না দিতে সম্প্রতি তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। খাসিয়াদের যেখানে তাদের ভূমির মালিকানা নেই সেখানে তারা বিদ্যুৎ সংযোগের পায়াতারা করে মূলত বাগানের আইনশৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ঝিমাই চা বাগানটি সরকার থেকে লিজ গ্রহন করে যথারীতি সরকারের সকল ট্যাক্স ভ্যাট পরিশোধ করে বাগান পরিচালনা করে আসছে। কিন্তু খাসিয়ারা নানা সময় নানা অজুহাতে বাগানের উন্নয়ন বিঘিœত করতে উঠে পড়ে লেগেছে।

এব্যাপারে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী হাবিব উল্ল্যাহ জানান, ঝিমাই চা বাগানের অভ্যন্তরে বসবাসরত খাসিয়াদের পরিবারে বিদ্যুৎ সংযোগের বিষয়ে তাঁর জানা নেই। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আইন মোতাবেক দেখা হবে।

এব্যাপারে কুলাউড়ার উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন জানান, ঝিমাই পুঞ্জিতে বিদ্যুৎ সংযোগের বিষয়ে অফিসিয়ালি কোন পত্র কিংবা তথ্য আমার কাছে আসেনি। বাগান কর্তৃপক্ষের আপত্তির পত্রটি পেয়েছি। ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews