এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নিবাহী অফিসার মো মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার, বিজিবির আলীনগর কোম্পানি কমান্ডার মো আজগর,উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান, প্রেসক্লাব,কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, কমধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদসহ বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ।
সভায় যানজট নিরসনে কয়েকটি পরিকল্পনা গ্রহন,মাদকরোধ এবং গরু চুরি রোধসহ আইনশৃংখলার উন্নতির জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।#
Leave a Reply