এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশংসাপত্র বিতরণ ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ৩০ ডিসেম্বর সোমবার। ওইদিন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন ২০২৪ এর প্রশংসাপত্র বিতরণের পাশাপাশি গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী ও একলাছ মিয়া।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, সমাজসেবী মো. ফয়েজ রেজা চৌধুরী, শিক্ষানুরাগী মো. খাইরুল আনাম খছরু, মো. দেলোয়ার হোসেন প্রমুখ। জাতীয় পর্যায়ে অবদান রাখা বিদ্যালয়ের শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মল্লিকা রাণী দেবরায়, সহকারী শিক্ষক সঞ্চিতা রানী দেব, রাহেলা বেগম, স্বর্ণালি দাস আখি প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পান্না চন্দ্র নাথ।##
Leave a Reply