এইবেলা, কুলাউড়া :: ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কুলাউড়া উপজেলার দক্ষিঞ্চালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজ ২৫ বছর পূর্ণ করেছে। কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনীর বর্ণাঢ্য উৎসব আগামী ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা আয়োজন ও প্রস্তুতি এগিয়ে চলছে।
উদযাপন সফল করতে কুলাউড়ার কর্মরত সকল সাংবাদিকদের সাথে লংলা আধুনিক ডিগ্রি কলেজের উক্ত উৎসব উদযাপন পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
0২ জানুয়ারি দুপুরে কলেজ মিলনায়তনে উক্ত মত বিনিময় সভায় কলেজের বিশাল এই আয়োজনের প্রস্তুতির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, উদযাপন পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, উদযাপন পরিষদের সম্পাদক মো. গোলাপ মিয়া, অর্থ উপ-কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, প্রচার ও জনসংযোগ উপ-কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক হেলাল খান, ১ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু প্রমুখ।
সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় আয়োজক কমিটির পক্ষ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানসূচী সম্পর্কে সকলকে অবগত করা হয়। জানা যায়, উক্ত অনুষ্ঠানকে সফল করার লক্ষে ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা হবে।
১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশন ও র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। পর্যায়ক্রমে দিনব্যাপী কর্মসূচিতে আলোচনা সভা, স্মৃতিচারণ, ম্যাগাজিন প্রকাশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, খেলাধুলার পুরষ্কার বিতরণ, শুভেচ্ছা স্মারক (টি শার্ট, মগ, ক্যাপ, ম্যাগাজিন ও আপ্যায়ন) প্রদান করা হবে। এ সময় কলেজে স্টল, সৌন্দর্য বর্ধন ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এএসএম আমানউল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়ার কৃতি সন্তান বিশিষ্ট জীন বিজ্ঞানী, পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নওয়াব আলী আব্বাছ খান। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যতিমান কণ্ঠশিল্পী আশিক ও অন্যান্য ব্যান্ড দল।
অনুষ্ঠান সফল করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কলেজের স্কাউট, স্বেচ্ছাসেবী ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে উক্ত অনুষ্ঠানের সফল সমাপ্তি হবে বলে আশাবাদী আয়োজক কমিটি।##
Leave a Reply