এইবেলা, কুলাউড়া ::: কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের নিরাপদ পানি বিষয়ক স্থানীয় উদ্যোক্তা প্রশিক্ষণ “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করন” প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলায় স্থানীয় উদ্যোক্তা প্রশিক্ষণ ১৬ জানুয়ারি বৃহষ্পতিবার অনুষ্টিত হয়। জিওবি ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় ইউনিসেফের অর্থায়নে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক তাদের উপজেলা এরিয়া অফিসে উক্ত উদ্যোক্তা প্রশিক্ষনের আয়োজন করে। মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ সাদেক সফিউল্লার সঞ্চালনায় এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল প্রশিক্ষন প্রদান করেন।
প্রশিক্ষনে নিরাপদ পানি,নিরাপদ পানির স্থাপনা – উৎস, নিরাপদ খাবার পানি ব্যবস্থাপনা, আর্সেনিক মুক্ত পানিরকে সেবামূলক সামাজিক ব্যবসার আওতায় বিবেচনা করে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সামাজিক উদ্যোগ গ্রহনের যাবতীয় বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে কাদিপুর,রাউতগাও, ভূকশিমইল ও কুলাউড়া ইউনিয়নের বিভিন্ন পেশার নলকূপ স্থাপনের কারিগর,ক্ষুদ্রে নলকূপ মালামাল বিক্রয়কারী, ইলেক্ট্রিশিয়ান, পাইপফিটিংস ম্যাকানিক্সসহ স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহন করেন।
প্রশিক্ষনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাব এসিঃ ইঞ্জিনিয়ার মোঃ মোহসিন ডিপিএইচই ম্যাকানিক্সগন উপস্থিত ছিলেন।##
Leave a Reply