এইবেলা, কুলাউড়া :: খ্যাতিমান সাংবাদিক, দৈনিক আমার দেশ এর লন্ডন আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান রচিত “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বই প্রেস ক্লাব কুলাউড়া’র নেতৃবৃন্দকে প্রদান করা হয়েছে। এ উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা’র উদ্যোগে ও প্রেস ক্লাবের আয়োজনে ২৬ জানুয়ারি কুলাউড়ার এক অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান তপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা, টেলিকনফারেন্সে বক্তব্য দেন “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বইয়ের লেখক খ্যাতিমান সাংবাদিক অলিউল্লাহ নোমান, প্রেসক্লাব সম্পাদক, আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, জামায়াতে ইসলামী পেশাজীবী ব্যবসায়ী বিভাগ পৌর শাখার সম্পাদক আব্দুল জলিল, উপজেলা সদস্য কাজী জসিম উদ্দিন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাস, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতির সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম, যায়যায়িদন প্রিতিনিধ আবদুল আহাদ, সাংবাদিক পাবেল বকস, ইয়াছিনুর রহমান নাঈম, আব্দুল ছালিক প্রমূখ।
প্রধান অতিথি শরীফুজ্জামান তপন বলেন, আমরা সেই জাতি মুক্তিযুদ্ধের পরেও অনেকে মুক্তিযোদ্ধা সেজেছে। ৫ আগস্ট এর আগে কুলাউড়ায় একটি মিছিল বের করা যেখানে দুরূহ ছিলো আর এখন অনেকেই জুলাই – আগস্ট বিপ্লবের নেতা হয়েছেন। যাই হোক ২৪ এর এই বিপ্লব একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। এতে ছাত্র জনতা যেমনি জীবন দিয়েছে তেমনি রিকসাচালকও জীবন বাজি রেখেছে। আপনারা সাংবাদিকগণ অতীতে স্বাধীনভাবে লিখতে পারেন নি। এই জাতিকে বিনির্মান করতে আপনারা এখন মুক্তভাবে লিখুন। আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে আমাকে পাশে পাবেন।#
Leave a Reply