ফলো আপ- সীমান্তে আহাদ আলী হত্যাকান্ড পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি ফলো আপ- সীমান্তে আহাদ আলী হত্যাকান্ড পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী সমিতি ও পুলিশের আলোচনা সভা কমলগঞ্জে সাংবাদিক ও শিক্ষকরে স্মরণ সভা কমলগঞ্জে ২য় বার্ষিক মহোৎসব পুনর্মিলনী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কমলগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মিভুত কমলগঞ্জে নাট্যনির্দেশক বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহাকে সংবর্ধনা ও মোড়ক উন্মোচন কমলগঞ্জে মাটি চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু বড়লেখায় বিতর্কিত ও অযোগ্য নিয়ে কোয়াব কমিটি ঘোষণা-পুনর্গঠন দাবিতে সংবাদ সম্মেলন মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কাতারে সাংবাদিক এম এ সালাম ও আকমল হোসেন খান সংবর্ধিত চুনারুঘাটে ২ সন্তানকে বিষ খাইয়ে পিতাও বিষপানে মারা গেলেন

ফলো আপ- সীমান্তে আহাদ আলী হত্যাকান্ড পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশী যুবক আহাদ আলী হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি। সোমবার ২৭ জানুয়ারি কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এই কৈফিয়ত করেছে বিজিবি।

কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তে বিকেলে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ভারতীয় বিএসএফ এর এসি রবীন্দ্র প্রতাপ সিংহ ও শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার লে: কর্নেল জাকারিয়া।

বিজিবি সুত্র জানায়, বিএসএফ টহলরত অবস্থায় থাকার পরও ভারতীয়রা কিভাবে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের একজন যুবককে কুপিয়ে পুনরায় ভারতে যেতে পারল। সীমান্তের গেইট খোলা ছিল নাকি টপকে তারা বাংলাদেশে প্রবেশ করেছে তার ব্যাখ্যা চেয়েছে বিজিবি।

এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের ঘটনায় কুলাউড়া থানায় ভারতীয়দের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই মামলার ভারতীয় আসামীদেরকে শনাক্ত এবং ভারতীয় পুলিশের মাধ্যমে সহযোগিতা করা হবে বলে বিএসএফ নিশ্চিত করেছে বিজিবিকে।

হত্যাতান্ডের ঘটনায় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানী থানার নাগরিক হায়দার আলীসহ ৭ জনের নামে মামলা হয়েছে। রোববার রাত ১২ টার দিকে কুলাউড়া থানায় মামলা করেন নিহতের স্ত্রী জমিরুন্নেছা। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এওলাছড়া বস্তির বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যেও উনকোটি জেলারইরানী থানা পড়েছে। নিহত আহাদের শ্বশুরবাড়ি সীমান্তের ওপারে। সেখানে ভারতের কাঁটাতারের বাইরে (জিরো লাইনে) আহাদের শ্বশুরবাড়ির কিছু জমি রয়েছে। ঘটনার মুলহোতা হায়দার আলী ওই জমি বর্গা নিয়েছেন। কিন্তু হায়দার আলী বর্গা নেওয়ার পর থেকে টাকা নিয়মিত পরিশোধ করেন না। এ নিয়ে আহাদের সঙ্গে হায়দার আলীর বিরোধ চলছিল। এর জেরে হায়দার রোববার দুপুরের দিকে আহাদকে সীমান্তে ডেকে নেন। কথা-কাটাকাটির একপর্যায়ে হায়দার আলী ও তার কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে আহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে সীমান্ত অতিক্রম করে চলে যান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার জানান, বিজিবির মাধ্যমে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে যাতে করে হত্যা মামলার ভারতীয় আসামীদেরকে ভারতীয় পুলিশ যাতে আটক করে। ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews