এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএএফ শাহীন কলেজ অভিভাবক ফোরামের আয়োজনে বুধবার (১৯ মার্চ) পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক ফোরামের সদস্য আলাউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শমসেরনগরস্থ কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর উল্লাহ পিএসসি।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক শারমিন রহমান, সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক ইশতিয়াক আহমদ চৌধুরী, সাদেকুর রহমান ও মোহাম্মদ তানভীরুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আমিনুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, অভিভাবক সুয়েবুর রহমান, সাহেদ, শিক্ষার্থী আবিদা আহমদ মাহা ও মাজহারীন মারিয়া প্রমুখ।
বক্তব্যে তিনি শাহিন কলেজের কুলাউড়ার অভিভাবকদের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনকে স্বাগত জানিয়ে কলেজের উন্নয়ন ও কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখতে সুপরামর্শ আহবান করেন। সেইসাথে কলেজের সুনামের ধারাবাহিকতা রক্ষা ও ছাত্রদের সুশিক্ষায় গড়ে তুলতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।#
Leave a Reply