এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় ফসলি জমির ওপর দিয়ে মাটি বহনকারী ট্রাক চলাচলে বাধা দেওয়ায় হুমায়ূন কবীর ওরফে পায়েল (৩৯) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। কুলাউড়া পৌর শহরের মধ্য চাতলগাঁও এলাকায় সম্প্রতি এ ঘটনাটি ঘটে। মামলা করার এতোদিন পার হলেও আসামি এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান ওরফে ঝিনুক নামের মধ্য চাতলগাঁও এলাকার এক বাসিন্দা স্থানীয় একটি ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাকে করে নিতে চান। ওই জমির পাশে হুমায়ূন কবীরদের ফসলি জমি পড়েছে। মাহবুবুর রহমান মাটি বহনকারী ট্রাক চলাচলের জন্য ওই জমি ব্যবহারের জন্য হুমায়ূনকে প্রস্তাব দেন। কিন্তু, মাটি কাটলে জমির উর্বরতাশক্তি নষ্ট হবে, ট্রাক চলাচলে ধুলায় আশপাশের পরিবেশ নষ্ট হবে ও এ কাজ বেআইনি উল্লেখ করে হুমায়ূন সেই প্রস্তাব প্রত্যাখান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহবুবুর রহমান তাঁকে বিভিন্ন হুমকি ধামকি দেন। পরদিন ১৭ জানুয়ারি রাতে হুমায়ূন পারিবারিক কাজে মোটরসাইকেলে করে বাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। একপর্যায়ে হাবিবুর রহমান পথরোধ করে আবারও আগের প্রস্তাব মেনে নিতে বলেন। হুমায়ূন প্রত্যাখান করলে হাবিবুর ধারালো রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। এ অবস্থায় হুমায়ূন পার্শ্ববর্তী একটি মুদিদোকানে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে স্বজনেরা গিয়ে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হুমায়ূনের বড় ভাই রুহুল কবীর বাদী হয়ে মাহবুবুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই জনকে আসামি করে মামলা করেন।
রুহুল কবীর বলেন, হুমায়ূনের দুই হাতের আঙুল, কবজি ও পায়ের একাধিক স্থানে কোপ লেগেছে। ঢাকায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। তবে, তাঁর শারীরিক অবস্থা তেমন ভালো নয়। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহিত মিয়া জানান, আসামি গ্রেফতারে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে।#
Leave a Reply