
এইবেলা স্পোর্টস ::
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ মৌসুম শুরু হতে আর ১দিন বাকী। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলগুলো যখন ব্যস্ত তখনই বড় চমক দেখাল টাইটান্স। উদ্বোধনী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হযরতউল্লাহ জাজাইকে—যিনি এক ইনিংসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাজাইকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এই সংযোজন সিলেটে নতুন করে আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছে ক্রিকেট মহল।
সাম্প্রতিক সময়ে ফর্ম খুব একটা অনুকূলে না থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটে জাজাইয়ের পরিচিতি আলাদা করে দেওয়ার কিছু নেই। ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার সব মিলিয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৪৬৪ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪০-এর বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৬২ বলে ১৬২ রানের সেই বিধ্বংসী ইনিংস এখনও ক্রিকেটভক্তদের স্মৃতিতে টাটকা।
২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আফগানিস্তান জাতীয় দলের বাইরে থাকা জাজাইয়ের জন্য বিপিএল হতে পারে নতুন করে নিজেকে প্রমাণের বড় মঞ্চ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ—সে লক্ষ্যে জাতীয় দলে ফেরার দৌড়ে এই লিগে পারফরম্যান্সই হতে পারে তার সবচেয়ে বড় হাতিয়ার।
জাজাইকে দলে নেওয়ার মধ্য দিয়ে সিলেটের বিদেশি শক্তি আরও সমৃদ্ধ হলো। এরই মধ্যে দলটিতে রয়েছেন মঈন আলি, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্সের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন, আফিফ হোসেন ও এবাদত হোসেনের উপস্থিতিও দলটিকে ভারসাম্য এনে দিয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে সিলেট টাইটান্স। শুরুর আগেই জাজাইকে দলে টেনে তারা স্পষ্ট বার্তাই দিল—এবারের বিপিএলে শুধু অংশ নিতে নয়, লড়তে এসেছে শিরোপার জন্য।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply