ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা বেড়েছে।
তারই ধারাবাহিকতায় ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রকে কেন্দ্র করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
গত মঙ্গলবার রাতে উপজেলার উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামের গআবুল কালামের বাড়িতে এ সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন গ্রামের দুই শতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি ও বিএনপি নেতা মো. রজব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য চেরাগ আলী এবং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবুল কালাম। কার্যক্রমের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তর খুরমা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। পরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা খলিলুর রহমান। এ নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, “ধানের শীষ প্রতীকের পক্ষে দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা আগামীর অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শুভ বার্তা। জনগণ পরিবর্তনের জন্য তৈরি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
তিনি কেন্দ্রভিত্তিক সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান আজিজ, আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি।
বক্তারা বলেন—বর্তমান সময়টি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী মাঠে জনগণের আস্থা ও সমর্থন ধানের শীষের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকে আছে। তাই কেন্দ্রভিত্তিক সংগঠন শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং নির্বাচনী দিন পর্যন্ত সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেদ্দা মহানগর বিএনপির সহসভাপতি আব্দুস শহিদ, প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান, ইউপি সদস্য ছায়াদ মিয়া (সাদ), ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, বিএনপি নেতা আইন উদ্দিন, আব্দুল জলিল, জমির হোসেন, আয়বর আলী, আশিক আলী, সাদ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমান। এছাড়া মোহনপুর, তেরাপুর, মঞ্জিহারা, আলমপুর, দাহারগাঁও, ঘিলাছড়া, তকিরাই, মৈশাপুর হামিদপুর ও নোয়াগাঁও গ্রামের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরাও অংশ নেন।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তে ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রভিত্তিক বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আবুল কালামকে আহবায়ক এবং মো. কবির মিয়াকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনায় তদারকি ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, এই কমিটি হবে কেন্দ্রভিত্তিক ভোট সংগ্রহের প্রধান সংগঠক ও পরিচালনাকারী শক্তি। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে তারা। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে শান্তিপূর্ণভাবে প্রচার–প্রচারণা চালানো হবে বলেও জানান নেতারা। সভায় উপস্থিত নেতাকর্মীরা কলিম উদ্দিন আহমেদ মিলনের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন,পরিবর্তন চাইছে জনগণ। তাই বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সভাশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।####
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply