এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধন ভাষার উপর দক্ষতা প্রত্যেক শিক্ষার্থীর থাকা উচিত। বিশেষ করে ইংরেজি ভাষা। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে তোমাদের নির্দিষ্ট প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে প্রতিদিন চর্চা চালিয়ে যেতে হবে। তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে।
কুলাউড়ায় মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধনকালে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে়র প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ্ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের চিফ কনসালট্যান্ট ব্যারিস্টার আবু সাদিক আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষার্থী নন্দিতা পাশী, সজীব দেবনাথ, শ্রাবণী দেবনাথ, আহমেদ ফেরদৌস আবিদ, রবিউল হাসান সাফি, সোহান।
৯ মে রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত স্পিকিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক শিক্ষক সঞ্জয় দেবনাথ, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিন, সাংবাদিক নাজমুল বারী সোহেল, চিকিৎসক ড. আজাদুর রহমান, রাবিয়া বেগম, উমা কালোয়ার, মো. রফিক মিয়া, মজম্মিল আহমেদ প্রমুখ। মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের নবগঠিত কমিটির নাম প্রকাশ করেন ক্লাবের উপদেষ্টা, অনুষ্ঠানের উদ্বোধক মুহম্মদ আমান উল্লাহ্।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন সভাপতি আহমেদ ফেরদৌস আবিদ, সহ সভাপতি সজীব দেবনাথ, নন্দিতা পাশী, সম্পাদক আশরাফুল হাসান সোহান, যুগ্ম সম্পাদক রবিউল হাসান সাফি, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ দেবনাথ, কোষাধ্যক্ষ রবিউল হাসান রুমান, সাংগঠনিক সম্পাদক অনিক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবণী দেবনাথ, সহ সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় বর্ধন। সদস্যরা হলেন সৌরভ, তোহান, ফাহিম, সাজু, টিপু, রাহাত, ওয়াজেদ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply