কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে মতবিনিময়  কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে মতবিনিময়  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধের পর চালু কুলাউড়ায় চাচা-ভাতিজা মুখোমুখি, চলছে বাকযুদ্ধ বড়লেখায় ক্ষুদে লেখক ইমা রচিত ‘আমার স্বপ্ন, আমার দেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা

কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে মতবিনিময় 

  • শনিবার, ২০ মার্চ, ২০২১
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে অবস্থিত পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌরা দে’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এনামুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অর্থ মন্ত্রলাণয়ের সাবেক সচিব মো. জালাল উদ্দিন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুর রউফ, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ. ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি সৈয়দ মোশতাক আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবি মো. তবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আক্তার মণি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূমি জটিলতার কারণে ২০০৪ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত (শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতা) হয়নি। বিদ্যালয়ের ছাত্রীদের সংখ্যা প্রায় ৩০০।  প্রায় চার মাস ধরে শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা বন্ধ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে।
সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় করা হয়। এছাড়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাবেক সচিব আব্দুর রউফকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি উন্নয়ন পরিচালনা কমিচট গঠন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews