সরকারের লক্ষ্য একটি উন্নত দেশে রূপান্তর -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন সরকারের লক্ষ্য একটি উন্নত দেশে রূপান্তর -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৮ মে ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় সুষ্ঠু ভোট নিয়ে ভোটারের সংশয় মুল্লুকে চলো আন্দোলন ও চা শ্রমিক গণহত্যার ১০৩ বছর : ঐতিহাসিক বীরত্বগাথা রক্তাক্ত সংগ্রামের এক মহাউপাখ্যান কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক কাল বুধবার ভোটগ্রহণ-বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের ২৯ টিই অধিক ঝুঁকিপূর্ণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে বেতনসহ যাবতীয় বকেয়া আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি  স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন বড়লেখার খলাগাও বাজারে বিট পুলিশিং কমিটির সভা মায়ের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় প্রবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে

সরকারের লক্ষ্য একটি উন্নত দেশে রূপান্তর -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

বড়লেখা প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালে এসডিজি অর্জন, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করা। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পিছনে পড়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক বনায়নের ১২৪ জন উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ৪ জন জনপ্রতিনিধির মধ্যে লভ্যাংশের ৪১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকার চেক বিতরণ উপলক্ষে সিলেট বন বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী বিভাগীয় বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন সংরক্ষক এসএম সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews