কে জিতেছে? কে জিতেছে? – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

কে জিতেছে?

  • সোমবার, ২২ জুন, ২০২০

 

মো:শামীম কবির ::

রহিম মিয়ার দুইটি ছেলে
পড়াশুনাতে বেশ।
এই কারনে বাবা মায়ের
নেইকো গর্বের শেষ।।
পাশের বাড়ির করিম মিয়া
হতাশায় যায় দিন।
দইটা ছেলেই জন্মের গাধা
ভীষণ মেধাহীন।।

গর্বিত হয় রহিম মিয়া
ছেলের সুনাম দেখে।
হিংসায় মরে করিম মিয়া
তাদের সফল দেখে।
রহিম মিয়ার ছেলেরা সব
পরীক্ষাতে পাশ।
করিম মিয়া বলে হায়!হায়!
আমার সর্বনাশ।।

রহিম মিয়ার ছেলেরা এখন
চাকরি করে বড়।
ঢাকার ফ্লাটে থাকে তারা
গাড়িও বড়সড়।
গ্রামে থাকে বাবা মা তাদের
নেই কোন অভাব।
মোড়ল গিরি করে তারা
ভীষণ দেখায় ভাব।।

করিম মিয়ার ছেলেরা ও আজ
কাজ কর্মে যায় দিন।
বাবা মায়ের সাথেই তাদের
চলছে নিশীদিন।
বিকেল বেলা করিম মিয়া
পাড়াই পাড়াই ঘুরে।
নাতি নাতিনরা সাথে থাকে
দাদার হাতটা ধরে।।

যা দেখিয়া রহিম মিয়া
করে শুধু আফসোস।
নাতিনরা যদি থাকতো সাথে
লাগতো মোরে বেশ।।

রহাম মিয়ার দিন যে কাটে
বড় হতাসাই।
টাকা তাদের হয়তো আছে
মনে শান্তি নাই।
করিম মিয়ার টাকার অভাব
সুখের অভাব নাই।
সন্তানরা তার পাশেই থাকে
সুখে দিন কাটায়।।

রহিম মিয়ার অসুখ হলে
দেখার কেহ নাই।
টাকা দিয়ে আর যা কর
সুখ কি কেনা যায়?
করিম মিয়ার অসুখ হলে
ছেলেদের পাশে পায়।
যা দেখিয়া করিম মিয়ার
গর্বের সীমা নাই।।

কে জিতেছে? কে হেরেছে?
হিসেব করো মিছে।
আসল জয়ী তারা এখন
যারা সুখে আছে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews