ঈদে আসছে আলো দেবীর নতুন গান ‘কলি যুগের রাধা’ ঈদে আসছে আলো দেবীর নতুন গান ‘কলি যুগের রাধা’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

ঈদে আসছে আলো দেবীর নতুন গান ‘কলি যুগের রাধা’

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

প্রনীত রঞ্জন দেবনাথ ::

ঈদ উপলক্ষে প্রতিবছর জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবাগত শিল্পীরও গান এবং মিউজিক ভিডিও প্রকাশ হয়ে থাকে। তবে এবার চিত্রটার পরিবর্তন ঘঠিয়েছে করোনাভাইরাস। যার প্রভাবে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান গান বা মিউজিক ভিডিও প্রকাশ করছে।

এরমধ্যেই “কলি যুগের রাধা” শিরোনামে একটি ভিন্ন ধারার গান এবং মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের উদীয়মান জনপ্রিয় কন্ঠশিল্পী আলো দেবী।

রানা খানের কথা ও সুরে দেবাশীষ দে পল্লবের পরিচালনায় গান এবং মিউজিক ভিডিও টি নির্মান হয়েছে। এতে মডেল হয়েছেন শিল্পী আলো দেবী নিজেই।

গান এবং মিউজিক ভিডিও প্রসঙ্গে আলো দেবী সাংবাদিকদের বলেন, গানের কথা চমৎকার। বরাবরের মতোই ভালো গান গাওয়ার চেষ্টা করি। আমি আশাবাদী গানটি শ্রোতাদের ভালো লাগবে।

জানা গেছে, আসছে কোরবানির ঈদেই আলো দেবী ইউটিউব চ্যানেল থেকে “কলি যুগের রাধা শিরোনামে গান এবং গানের মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews