বড়লেখায় ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন বড়লেখায় ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

বড়লেখায় ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় ব্যবসায়ী আব্দুল আহাদের (৩২) হত্যাকারী ও এর সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে অফিসবাজার বণিক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী ও নিহত আব্দুল আহাদের এলাকার লোকজন অংশগ্রহণ করেন। মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের বড়লেখা হাজীগঞ্জ বাজারের বড় মসজিদ এলকায় দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সমাজকর্মী নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দÿিণ শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন, কোয়াবের বড়লেখা শাখার সভাপতি ছালেহ আহমদ জুয়েল, অফিস বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, প্রধান শিÿক মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিন, নিহতের বড়ভাই হাফিজ বেলাল আহমদ, সমাজসেবক ফয়েজ আহমদ প্রমুখ। গ

ত ২৩ জুলাই বড়লেখায় ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুল আহাদ চিকিৎসাধীন অবস্থায় ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল (হরিনগর) গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, ‘ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মূল আসামীকে গ্রেফতার করা হয়। সে আদালতে স্বাকারোক্তি প্রদান করেছে। এখন ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম নিষ্পত্তি করা হবে।’#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews