মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় আজিজুর রহমানের দাফন সম্পন্ন মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় আজিজুর রহমানের দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:২৪ অপরাহ্ন

মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় আজিজুর রহমানের দাফন সম্পন্ন

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক সাংসদ,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের জানাজার নামাজ ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলার গুজারাই গ্রামে মা-বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

গতকাল সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান।

এর আগে তিনি করোনায় আক্রান্ত হলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মৌলভীবাজার থেকে ঢাকায় নেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

এইবেলা/ জেএইচজে

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews