ক বি তা || ঘুম হয়েছে দূর || আ ব দু ল  হা ই   ই দ্রি ছী ক বি তা || ঘুম হয়েছে দূর || আ ব দু ল  হা ই   ই দ্রি ছী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন

ক বি তা || ঘুম হয়েছে দূর || আ ব দু ল  হা ই   ই দ্রি ছী

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

ঘুম হয়েছে দূর

আ ব দু ল  হা ই  ই দ্রি ছী
.
বাবার বিদায় আজো কাঁদায়
যায়নি শোকের রেশ,
মায়ের আঁচল তলে পেলাম
বাঁচার পরিবেশ।
.
এখন মায়ের দেহে যখন
ব্যাধির আলামত,
আকাশ ভেঙে পড়ছে মাথায়
চোখ দেখে না পথ।
.
হৃদয়খানা ভেঙে গেছে
ভেঙে গেছে মন,
বুকের ভেতর কষ্টগুলো
করে যে টন টন।
.
দিনের আলো দেখছি কালো
মনের ভেতর ভয়,
এটুকু মন এতো ব্যথা
কেমন করে সয়?
.
স্বপ্ন সবই যাচ্ছে উড়ে
ঘুম হয়েছে দূর,
কানে সদা ভেসে আসে
ভয়ংকর এক সুর।
.
মায়ের ছায়ার শীতল ছোঁয়ায়
এ জীবনের ভর,
মায়ের আলোয় আলোকিত
রেখো মা’বুদ ঘর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews