শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২০

এইবেলা, শ্রীমঙ্গল ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের একদিন পর শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র স্বাক্ষর দেব (১৮) লাশ লাখাইছড়া চা বাগানের ভেতর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব এর ছেলে স্বাক্ষর দেব শনিবার বিকেল ৪ টায় দিকে তার বাবার মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার মধ্যে সে বাড়ি না ফেরায় রাত ৮টা দিকে স্বাক্ষরের মা তার মুঠোফোনে কল করলে অপর প্রান্থ থেকে স্বাক্ষর স্বাক্ষর নামে কাউকে চিনেন না বলে মুঠোফোনের লাইন কেটে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

এ ঘটনার পর স্বাক্ষরের বাবা কল্যাণ দেব শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন। স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। রবিবার সকালে শ্রীমঙ্গল ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের একটি সেকশনে তার লাশ স্থানীয় চা শ্রমিকরা দেখে থানা পুলিশকে খবর দেয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত সুহেল রানা জানান, মৃত দেহের পাশেই তার মোটর সাইকেল ও মুঠোফোন, ঘুমের মেডিসিন, কোকের বোতল ইত্যাদি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যাকান্ড না। তার শরীরে কোন আঘাতের চিহৃ নাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বুঝা যাবে হত্যা না আত্মহত্যা। তারপরও তিনি তদন্ত করে দেখা হচ্ছে মৃত্যুর রহস্য কী।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews