শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ ডাক বাংলো পুকুর পার পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির এক সভা সম্প্রতি মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
জাহিদ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শাফি কম্পিউটার অ্যান্ড অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী মুহা. শাহাদত হোসেন মুন্সী বকুল কে সভাপতি ও প্রিন্ট হাউস এর স্বত্ত্বাধিকারী মো:সাজন আহমেদ রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: উজ্জ্বল দেবনাথ ( স্বত্ত্বাধিকারী উত্তম ব্যাটারী), শংকর পাল (ব্যবস্থাপক: সুরমা ব্রিকস), যুগ্ম সাধারণ সম্পাদক: রুমান আহমেদ (স্বত্ত্বাধিকারী: সারপ্রাইজ পর্দা), মোঃ মঈন আহমেদ (স্বত্ত্বাধিকারী: বিগ স্টার), সাংগঠনিক সম্পাদক : বিজয় পাল ঝুটন (স্বত্ত্বাধিকারী: পায়েল এন্টারপ্রাইজ), অর্থ সম্পাদক : সোয়াইব আহমেদ (স্বত্ত্বাধিকারী: জাহিদ ট্রেডার্স), প্রচার সম্পাদক: মোঃ ফজলুল হক ভুইয়া মিঠু (স্বত্ত্বাধিকারী: ভূইয়া ইলেকট্রনিক্স), নির্বাহী সদস্যবৃন্দ: মোঃ আলী আকবর (স্বত্ত্বাধিকারী: আকবর এ্যালুমুনিয়াম), মিজান মিয়া (ফাতেমা ট্রেডার্স) ও আব্দুল মালেক (স্বত্ত্বাধিকারী: তানিয়া আগর আতর ফ্যাক্টরী)।
একই সভায় সর্বসম্মতিক্রমে ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন: আলহাজ্ব মোঃ আতাউর রহমান (স্বত্ত্বাধিকারী: সুরমা ব্রিকস), মোঃ হারিছ আহমেদ (স্বত্ত্বাধিকারী: জনতা টি সাপ্লাই) মোঃ মিজানুর রহমান (স্বত্ত্বাধিকারী: জাহিদ ট্রেডার্স), গৌরশংকর নাথ (স্বত্ত্বাধিকারী: শাপলা এন্টারপ্রাইজ), নান্টু দাশ (স্বত্ত্বাধিকারী: শাপলা ফার্মেসী)।
এছাড়া মার্কেটের সকল ব্যবসায়ী বৃন্দ সাধারণ সদস্য বলে মনোনীত হন।
এসময় মার্কেটের সকল ব্যবসায়ী বৃন্দ নবগটিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply