কমলগঞ্জে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কমলগঞ্জে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী বড়লেখায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেত্রী রাহেনা আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়বে উপজেলা নির্বাচন-বড়লেখায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা আত্রাইয়ে ভূট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসির ঝিলিক কুলাউড়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময় কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন

কমলগঞ্জে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকে সামনে রেখে চুরি ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলায় পুলিশের বিশেষ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২ টায় উপজেলার ৯টি বিট পুলিশিং এলাকায় একযোগে রাত্রিকালীন ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মৌলভীবাজার জেলাকে ডাকাতিমুক্ত রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রম উপলক্ষে ৫ ও ১০ নং বিটের আয়োজনে রাত ১২ টায় ভানুগাছ বাজার চৌমুহনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মোঃ আশরাফুজ্জামান।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, গোলাম মুগ্নি মুহিত, এসআই অনিক বড়ুয়া, এএসআই সুশেন দাশ প্রমুখ। এসময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোঃ সানোয়ার হোসেন, কাজী মোঃ মামুনুর রশিদ, সোলেমান হোসেন ভুট্রো, সাকের আলী সজিব।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, শীতকালে চুরি-ডাকাতি বাড়তে পারে বিধায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার মহল্লায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণী-পেশার মানুষদের নিয়ে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে উপজেলার গ্রাম পুলিশ ও বিভিন্ন বাজারের নৈশ প্রহরীদের মাঝে রিফ্লেক্টিং বেস্ট ও বাঁশি বিতরণ করা হয়।

‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রমের অংশ হিসেবে শমশেরনগর, মুন্সীবাজার, আদমপুর, পতনঊষার, মাধবপুর, ইসলামপুর, আলীনগর, রহিমপুরসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews