বড়লেখায় পুলিশ ও জনতার যৌথ পাহারা বড়লেখায় পুলিশ ও জনতার যৌথ পাহারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা নির্বাচন অফিসে সেবা প্রত্যাশীরা হয়রানি ও অসদাচরণের শিকার সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্মরণ সভা ও দোয়া বড়লেখায় তরুণ উদ্যোক্তাকে মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে : এলাকাবাসির মানববন্ধন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপরজনের মৃত্যু কুলাউড়ায় স্পন্দন ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন জাতীয় শিক্ষা সপ্তাহ-বড়লেখায় বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান বিএনপির চেয়ারপার্সনের ৩ উপদেষ্ঠাকে জুড়ী উপজেলা বিএনপির অভিনন্দন জুড়ীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বীর মুক্তিযোদ্ধার বসতঘর বড়লেখায় কুষ্ঠ আক্রান্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

বড়লেখায় পুলিশ ও জনতার যৌথ পাহারা

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় ডাকাতি প্রতিরোধে পুলিশের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে সোমবার রাতে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর সাংবাদিকদের নিয়ে এ কার্যক্রম তদারকি করেন। এসময় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিত ছিলেন।

রাত সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণভাগ বাজারে ডাকাতি প্রতিরোধে পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যরা হাটবাজার, গুরত্বপূর্ণ রাস্তার মোড় ও বিশেষ বিশেষ এলাকা পাহারায় নির্ধারিত পাহারাদারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত থাকার উৎসাহ প্রদান করেন। এসময় বাজার পাহারাদারের মধ্যে পুলিশ হুইসেল, পরিচয় সনাক্তের বিশেষ বেল্ট, টর্চলাইট বিতরণ করেছে। পরে বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, চান্দগ্রাম বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্টিত হয়। বড়লেখায় ডাকাতি প্রতিরোধে পুলিশের এ বিশেষ কার্যক্রম সাংবাদিকদের নিয়ে রাতব্যাপি তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর ও থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার। এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়, এসআই সুব্রত কুমার দাস প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর জানান, জেলাবাসীকে নিরাপদ রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয় ডাকাতি প্রতিরোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। জেলাব্যাপি পুলিশ ও জনতার যৌথ পাহারা কার্যক্রম শুরু করেছেন। তাঁর নির্দেশনায় তিনি পুলিশ ও জনতার এসব যৌথ পাহারা কার্যক্রম তদারকি করছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews