গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের   রাজারহাটে বাল্য বিবাহ বন্ধে লোকসংগীত ও পথ নাটক কুলাউড়া পৌরসভার ২য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এমপি মনু নদীর চাতলাঘাটে আইন অমান্য করে বালু উত্তোলন : বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ২৮ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ জুড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী-সেরা ষ্টল দাতা হাবিবুর আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা

গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

আবদুল আহাদ ::

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিসহ পাকা ঘর পাচ্ছে কুলাউড়া উপজেলার ১১০ টি পরিবার। সোমবার (২১ ডিসেম্বর) সেই গৃহনির্মাণ কাজের অগ্রগতি দেখতে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ আলী নেওয়াজ রাসেল। এসময় তিনি উপজেলার জয়চন্ডী ও রাউৎগাঁও ইউনিয়নে নির্মিত ১২টি ঘরের কাজ পরিদর্শন করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন কর্তৃক তালিকাভুক্ত ৪৪০ টি ভূমিহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ১১০ টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর। তারমধ্যে উপজেলার ভাটেরা ইউনিয়নে ৪টি, জয়চন্ডীতে ৫টি, রাউৎগাঁওয়ে ১২টি, টিলাগাঁওয়ে ১৫টি, পৃথিমপাশায় ৩৫টি, শরীফপুরে ৩০টি এবং হাজিপুরে রয়েছে ৯টি পরিবার। এনিয়ে গত ১২ নভেম্বর ভূমিহীন, গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন, গৃহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে কুলাউড়া উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সোমবার পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ আলী নেওয়াজ রাসেল এর সাথে ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ইউপি সদস্য নোমান আহমদসহ স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ আলী নেওয়াজ রাসেল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজের অগ্রগতি স্বচক্ষে দেখতে এসেছি। কাজের মান খুবই ভাল ও সন্তোষজনক হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে যাতে উপকারভোগীরা উপকৃত হয় সেই বিষয়ে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাও যেন সবসময় সম্পৃক্ত থাকেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কুলাউড়ায় প্রথম দফায় ১১০ টি ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর করে দেয়া হচ্ছে। আশাকরি আগামী জানুয়ারির মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে। এরপর উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews