গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ব্রাহ্মণবাজারে পূবালী ব্যাংকের নতুন ভবনে যাত্রা শুরু কমলগঞ্জের শমশেরনগর : বিমান বাহিনীর ৫২ তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও  মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযান কমলগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল মেটালেন জেলা আহবায়ক জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন ওসমানীনগর উপজেলা প্রশাসনের বিজয় দিবসের প্রস্তুতি সভা কমলগঞ্জে ইউপি সদস্যের বন সংলগ্ন সরকরি জমি দখল করে ঘর নির্মাণ চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা রাজনগরে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

আবদুল আহাদ ::

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিসহ পাকা ঘর পাচ্ছে কুলাউড়া উপজেলার ১১০ টি পরিবার। সোমবার (২১ ডিসেম্বর) সেই গৃহনির্মাণ কাজের অগ্রগতি দেখতে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ আলী নেওয়াজ রাসেল। এসময় তিনি উপজেলার জয়চন্ডী ও রাউৎগাঁও ইউনিয়নে নির্মিত ১২টি ঘরের কাজ পরিদর্শন করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন কর্তৃক তালিকাভুক্ত ৪৪০ টি ভূমিহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ১১০ টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর। তারমধ্যে উপজেলার ভাটেরা ইউনিয়নে ৪টি, জয়চন্ডীতে ৫টি, রাউৎগাঁওয়ে ১২টি, টিলাগাঁওয়ে ১৫টি, পৃথিমপাশায় ৩৫টি, শরীফপুরে ৩০টি এবং হাজিপুরে রয়েছে ৯টি পরিবার। এনিয়ে গত ১২ নভেম্বর ভূমিহীন, গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন, গৃহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে কুলাউড়া উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সোমবার পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ আলী নেওয়াজ রাসেল এর সাথে ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ইউপি সদস্য নোমান আহমদসহ স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ আলী নেওয়াজ রাসেল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজের অগ্রগতি স্বচক্ষে দেখতে এসেছি। কাজের মান খুবই ভাল ও সন্তোষজনক হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে যাতে উপকারভোগীরা উপকৃত হয় সেই বিষয়ে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাও যেন সবসময় সম্পৃক্ত থাকেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কুলাউড়ায় প্রথম দফায় ১১০ টি ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর করে দেয়া হচ্ছে। আশাকরি আগামী জানুয়ারির মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে। এরপর উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews