লক্ষ্মীপুরে শীতের শাক সবজির বাম্পার ফলন লক্ষ্মীপুরে শীতের শাক সবজির বাম্পার ফলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কমিটি গঠন ওসমানীনগরের সাদিখালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আরব আমিরাতে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবকের মুত্যু ১৭ বছর পর কুলাউড়ায় ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা শরীফুজ্জামান চৌধুরী  জুড়ীর লাঠিটিলা সীমান্তে ২ রোহিঙ্গা ও ৩ বাংলাদেশী নাগরিক আটক জামিন পেলেন বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাদির কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে বিরোধের নিষ্পত্তি আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে শীতের শাক সবজির বাম্পার ফলন

  • বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর ::  অতিবৃষ্টি ও বন্যার কারণে শীতের শাকসবজি ফলানোর মৌসুমে প্রথম বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় লক্ষ্মীপুরের কৃষকেরা দুশ্চিন্তায় পড়লেও পরক্ষণে পানি নেমে যাওয়ার পর পুনরায় বীজতলা তৈরি করে কৃষকেরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন। সত্যিই এবার সেই ক্ষতি কাটিয়ে উঠেছেন লক্ষ্মীপুর সদর উপজেলাসহ রায়পুর কমলনগর ও রামগতির কৃষকেরা। বিভিন্ন চরচরাঞ্চল ঘুরে দেখা গেছে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ভালো দাম পাওয়ায় এসব এলাকার কৃষকের মুখে হাসি ফুটেছে।

চলতি শীত মৌসুমে লক্ষ্মীপুরে ৪ হাজার ৬৮৫ হেক্টর জমিতে শীতকালিন শাক-সবজির আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে প্রায় ৬৫ হাজার ৬০০ মে.টন শাক-সবজি। যার বাজার মূল্য দাঁড়ায় ২০০ কোটি টাকারও বেশি। ফসল উৎপাদনে উপযোগী মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। কৃষক পেয়েছেন কাঙ্খিত মূল্য। চাঙ্গা হয়েছে গ্রামীণ অর্থনীতি।গেল বছর শীত মৌসুমে লক্ষ্মীপুরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। অসময়ের ওই বৃষ্টিতে শাক-সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবার গত বছরের ক্ষতি কাটিয়ে লাভের মুখে দেখেছেন কৃষকরা। হাসি ফুটেছে তাদের মুখে।

লক্ষ্মীপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় এবার ব্যাপকহারে শাক-সবজির আবাদ হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ হাজার ৩০০ হেক্টর, রায়পুরে ১ হাজার ৭৫ হেক্টর, রামগঞ্জে ৮০০ হেক্টর, রামগতিতে ১ হাজার ২০০ হেক্টর ও কমলনগরে ৩১০ হেক্টর জমিতে মূলা, লালশাক পালংশাক বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি গাজর, লাউ বরবটি ওলকপি শালগম মিষ্টিকুমড়া করলা শীম ঢেঁড়শ শসা ধুন্দল ঝিঙা পটল শসা চিচিঙার ব্যাপক আবাদ হয়। এতে উৎপাদন হয়েছে প্রায় ৬৫ হাজার ৫০০ মে.টন। যার গড় মূল্য প্রায় ২শ’ ১২ কোটি টাকা। উৎপাদিত ধানের চেয়ে শাক-সবজির দাম বেশি, লাভও বেশি। যে কারণে লক্ষ্মীপুরের কৃষকরা শাক সবিজ আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিবছরই বাড়ছে সবজি আবাদ।

লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর, টুমচর, শাকচর, মিয়ারবেড়ি, চর উভূতি ভবানীগঞ্জ, তেওয়ারিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সারা বছর ধরে শাক সবজির চাষ হয়। তবে শীত মৌসুমে আবাদ হয় ব্যাপক হারে। জেলার সব চেয়ে বড় সবজির হাট পিয়ারাপুর। সপ্তাহে ৪দিন হাট বসে ওই বাজারে। স্থানীয় কৃষকরা সরাসরি হাটে তোলে কৃষিপণ্য। পাইকারি দরে বিক্রি করেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা এসব শাক-সবজি ট্রাক-পিকআপ ভরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। স্থানীয় সবজি চাষিরা জানান, ধানের ন্যায্য মূল্য পাওয়া যায় না। যে কারণে কৃষকরা সবজি চাষে ঝুকছেন। সফলও হয়েছেন। লক্ষ্মীপুরে কাঁচামাল সংরক্ষণের সরকারি-বেসরকারি কোনো হিমাগার নেই। না থাকায় তাদের বিপাকে পড়তে হয়। ফসল কাটার পর-পরই বিক্রি করতে বাধ্য হন। যে কারণে তারা সারা বছর সংরক্ষণ করে শাক সবজি বিক্রি করতে পারেন না। হিমাগার থাকলে তারা আরও বেশি সুফল পেতেন। আয় বাড়ত।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. বেলাল হোসেন খান বলেন, চলতি মৌসুমে আবহওয়া অনুকূলে থাকায় শাক-সবজির ভালো ফলন হয়েছে। বেশি ফসল উৎপাদনে কৃষকদের নানান ভাবে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকের কল্যাণে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews