মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে বেলিরাস অনুষ্ঠিত আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি সীতাতলার মেলা শুরু কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত সিলেট জুড়ে চালের বাজারে অস্থিরতা বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা বড়লেখায় রেলপথ পুনঃস্থাপন কাজে রাস্তা নিশ্চিহ্ন এলাকাবাসির মানববন্ধন জেলবন্দিদের মুক্তি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন  সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ

মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল

  • মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের আওতায় কুলাউড়া উপজেলার ৪০ জন ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার ১৬ মার্চ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, থালেদ পারভেজ বখস, ও মাহফুজ শাকিল প্রমুখ।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪০ জন ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন প্রধান অতিথিসহ সকল অন্যান্য অতিথিরা।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ছাগল হাতে পেয়ে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মো. বিল¬াল মিয়া, বিহালা এলাকার মন্টু মিয়া, বাদে মনসুর এলাকার তজন মিয়া, কুলাউড়া সদর ইউনিয়নের মিনারমহল এলাকার মরতুজ মিয়া, লক্ষীপুর এলাকার আছির আলী, তছির মিয়া, ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকার ভিক্ষুক খুদেজা বেগম,ইসলামনগর এলাকার সফিনা বেগম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকার বাদল বিশ্বাস ও নাসিরাবাদ এলাকার সায়েদা বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ছাগল হাতে পেয়ে আমরা অনেক খুশি। আশা করি এই ছাগল লালন পালনের মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবো। স্বাবলম্বী হলে আমাদের আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews