মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কমিটি গঠন ওসমানীনগরের সাদিখালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আরব আমিরাতে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবকের মুত্যু ১৭ বছর পর কুলাউড়ায় ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা শরীফুজ্জামান চৌধুরী  জুড়ীর লাঠিটিলা সীমান্তে ২ রোহিঙ্গা ও ৩ বাংলাদেশী নাগরিক আটক জামিন পেলেন বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাদির কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে বিরোধের নিষ্পত্তি আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল

  • মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের আওতায় কুলাউড়া উপজেলার ৪০ জন ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার ১৬ মার্চ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, থালেদ পারভেজ বখস, ও মাহফুজ শাকিল প্রমুখ।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪০ জন ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন প্রধান অতিথিসহ সকল অন্যান্য অতিথিরা।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ছাগল হাতে পেয়ে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মো. বিল¬াল মিয়া, বিহালা এলাকার মন্টু মিয়া, বাদে মনসুর এলাকার তজন মিয়া, কুলাউড়া সদর ইউনিয়নের মিনারমহল এলাকার মরতুজ মিয়া, লক্ষীপুর এলাকার আছির আলী, তছির মিয়া, ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকার ভিক্ষুক খুদেজা বেগম,ইসলামনগর এলাকার সফিনা বেগম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকার বাদল বিশ্বাস ও নাসিরাবাদ এলাকার সায়েদা বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ছাগল হাতে পেয়ে আমরা অনেক খুশি। আশা করি এই ছাগল লালন পালনের মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবো। স্বাবলম্বী হলে আমাদের আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews