লংলা ভ্যালীর সংবাদ সম্মেলন- নিম্নতম মজুরি বাতিলসহ শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবি লংলা ভ্যালীর সংবাদ সম্মেলন- নিম্নতম মজুরি বাতিলসহ শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ

লংলা ভ্যালীর সংবাদ সম্মেলন- নিম্নতম মজুরি বাতিলসহ শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবি

  • সোমবার, ২১ জুন, ২০২১

কুলাউড়া প্রতিনিধি ::

কুলাউড়া উপজেলার লংলা ভ্যালী ক্লাব অফিসে সোমবার ২১ জুন নিম্নতম মজুরি খসড়া সুপারিশ বাতিলসহ শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করে ভ্যালীর নেতৃবৃন্দ। সেই সাথে তাদের নতুন ৮টি দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

কুলাউড়া ও রাজনগর উপজেলার ৩৪টি চা বাগান নিয়ে লংলা ভ্যালী। সংবাদ সম্মেলনে দাবি দাওয়া নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন লংলা ভ্যালীর সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, লংলা ভ্যালীর সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রিয় সভাপতি মহিদুল ইসলাম, সহ-সভাপতি বেলী রানী নাইড়ু, মহেষ রায়, মূখেশ রায় ও নন্দ লাল দাস প্রমুখ।
লিখিত বক্তব্যে শ্রমিক নেতারা জানান, গত ১৩ জুন সকল শ্রেণির শ্রমিকদের জন্য ১২০ টাকা নিম্নতম মজুরির খসড়া সুপারিশ প্রকাশ করেছে। ২০১৯ সালের ২২ অক্টোবর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। প্রায় ২ বছর পর শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি হারের খসড়া প্রকাশ করা হয়েছে যা অত্যন্ত দু:খজনক ও শ্রমিক বিরোধী খসড়া প্রকাশ করা হয়েছে বলে চা শ্রমিকরা মনে করেন।

সেই সাথে শ্রমিকরা নতুন ৮ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো শ্রমিকদের দৈনিক মজুরি তিনশ টাকা, খসড়া গেজেটের ধারা ০৭ বাতিল করে দুই বছর অন্তর অন্তর বাংলাদেশীয় চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মজুরি ছাড়াও উৎপাদনশীলতাসহ অন্যান্য আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তফসীল খ এর ক্রমিক নং ৩ (শিক্ষা নবিস) বাতিল, সকল চা শ্রমিকদের জন্য বৈশাখি ভাতা, ধানি জমির রেশন কর্তন বন্ধ, ভূমির অধিকার নিশ্চিত করা। বাংলাদেশ শ্রম আইন সংশোধনকালে চা শ্রমিকদের একজন প্রতিনিধি রাখা এবং চা শ্রমিকদের গ্র্যাচুয়িটি বাস্তবায়ন করতে হবে।

শ্রমিক নেতারা আরও জানান, বেশিরভাগ চা বাগানে এখনও শ্রমিকদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাদের ৮দফা দাবি না মানলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন। শ্রমিক নেতারা ১৩ জুনের গেজেট বাতিল করে শ্রমিক বান্ধব গেজেট প্রকাশের দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews