কুলাউড়া উপজেলা পরিষদে অগ্নিকান্ড : পুড়ে গেছে বৈদ্যুতিক লাইন কুলাউড়া উপজেলা পরিষদে অগ্নিকান্ড : পুড়ে গেছে বৈদ্যুতিক লাইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলা পরিষদে অগ্নিকান্ড : পুড়ে গেছে বৈদ্যুতিক লাইন

  • রবিবার, ২৭ জুন, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা পরিষদ ভবনে শনিবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। কুলাউড়া ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, উপজেলা পরিষদ ভবনের নিচতলার সিঁড়ির নিচের বৈদ্যুতিক মিটার বক্সে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দায়িত্বরত টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ায় আগুনের কবল থেকে উপজেলা পরিষদ ভবনসহ মূল্যবান নথিপত্র রক্ষা পায়।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অগ্নিকান্ডে বৈদ্যুতক মিটার বক্স, বিভিন্ন অফিসের বৈদ্যুতিক ফ্যান ও বাল্বের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপেন্দ্র কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উক্ত অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, অগ্নিকান্ডে বৈদ্যুতিক লাইনের কিছু ক্ষতি সাধিত হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পেয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews