জুড়ীতে রেলওয়ের গাছ কর্তন জুড়ীতে রেলওয়ের গাছ কর্তন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম : হামলাকারি গ্রেফতার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ নিলেন কুলাউড়াবাসী মৌলভীবাজারে ইকোপার্ক এলাকায় অবৈধ টিলা কর্তনে ৫০ হাজার টাকা জরিমানা মব কালচার মানুষের মধ্যে ভয় আতংক তৈরি করে রেখেছে– রুহুল কবির রিজভী দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরীজীবিদের কমলগঞ্জে রাস্তার পাশে সরকারী জায়গায় স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ কমলগঞ্জে ঘরের ফ্যানের  সঙ্গে ওড়না পেঁচিয়ে যুবতীর আত্মহত্যা বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কমলগঞ্জে টমেটো গ্রাম বনগাঁও এলাকায় কাঁচা রাস্তায় সীমাহীন ভোগান্তি

জুড়ীতে রেলওয়ের গাছ কর্তন

  • শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

জুড়ী প্রতিনিধি::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রেলওয়ের কাজের অজুহাতে প্রায় ৬০ বছর বয়সী ৩টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা চলছে। বৃটিশ সরকারের আমলে কুলাউড়া -শাহবাজপুর রেল লাইন চালু হলে জুড়ীর মানুষের সুবিধার জন্য রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়।

২০০৬ সালে এই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে রেল লাইনের জায়গা বেদখল হয়ে যায়। সম্প্রতি রেল লাইন চালুর কাজ শুরু হলে নির্মাণ কাজের অজুহাতে সেখানের পাশে থাকা বড় বড় রেইনট্রি, মেহগনি, মেরুল, গাছ কে বা কাহারা কেটে দিয়েছে । এই গাছ গুলো অনেক দিনের বলে জানা গেছে।একেকটি গাছের বয়স প্রায় ৬০ বছর । ছোট বড় প্রায় ১২-১৪ টি গাছ রয়েছে সেখানে। সম্প্রতি ৩ টি গাছ কাটার পর স্থানীয় কিছু মানুষ পুলিশে খবর দিলে তারা এসে গাছগুলো আটক করে।পরে বন বিভাগের লোকজন এসে গাছ গুলো সিলগালা করে। স্টেশনের পাশে বসবাস করা অবসর প্রাপ্ত রেল কর্মচারী মালিক মিয়া জানান, গাছ গুলো অনেক আগের। এখানে বৃট্রিশ আমলের ও একটি গাছ ছিল।এটি আগে কাটা হয়েছে।এই গাছ গুলো না কাটলে ও স্টেশনের কাজ চলতো।

জুড়ী রেন্জ কর্মকর্তা আলা উদ্দিন জানান, গাছগুলো সিলগালা করে রেখেছি,আজকের মধ্যে কাগজ পত্র দেখাতে না পারলে রেন্জ অফিসে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করবো।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, গাছ কাটার খবর পেয়ে আমি লোক পাঠিয়েছি। রেলওয়ের একজন ঠিকাদার যোগাযোগ করেছে যদি সে কাগজ পত্র দেখাতে না পারে তাহলে বন বিভাগ বা রেলওয়ে ব্যবস্থা গ্রহণ করবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews