কুলাউড়ায় সাংবাদিক শাকির আহমদের দাফন সম্পন্ন কুলাউড়ায় সাংবাদিক শাকির আহমদের দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ কমলগঞ্জে শমশেরনগরে রেললাইনের পাশে অবৈধ পশুর হাট কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময় বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী

কুলাউড়ায় সাংবাদিক শাকির আহমদের দাফন সম্পন্ন

  • শনিবার, ৭ আগস্ট, ২০২১

এইবেলা কুলাউড়া :: প্রেসক্লাব কুলাউড়ার সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাকির আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ৭ আগস্ট শনিবার দুপুর ২.১৫ মিনিটের সময় কুলাউড়া উপজেলার বরমচাল ফুলেরতল বাজার জামে মসজিদে জানাজার নামাজ শেষে মাধবপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু, অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া) সাদেক কাওছার দস্তগির, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামন সজল, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোরের সিলেট ব্যুরো চীফ রাসেল, সাংবাদিক আব্দুল মুক্তাদির, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনসহ বিভিন্ন শ্রেণীপেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

শাকির আহমদ বিভিন্ন সময়ে দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাগরণ, দৈনিক দেশ, দৈনিক সিলেট সুরমার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার, অনলাইন পোর্টাল এইবেলার প্রতিষ্ঠাকাল থেকে সিনিয়র রিপোর্টার এর দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর পর্যন্ত তিনি দৈনিক নয়াশতাব্দীর মৌলভীবাজার প্রতিনিধি, বাংলাদেশ টুডের কুলাউড়ার প্রতিনিধি, দৈনিক যুগভেরী ও সিলেট ভিউ’র স্টাফ রিপোর্টার (কুলাউড়া) ও কুলাউড়া টাইমস টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার বিচরন। তিনি উদীচী শিল্পী গোষ্টি কুলাউড়া শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন দীর্ঘদিন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৯.৪০ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে শাকির আহমদের বয়স হয়েছিল ৩২ বছর। তিনি মা ও স্ত্রী, একমাত্র পুত্র, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews